আদর্শ গ্রাম বালিয়াটি হাজী জয়নাল মুন্সী


নয়টি ইউনিয়ন নিয়ে হলো
       সাটুরিয়া থানা
এর মধ্যে বালিয়াটি
আছে সবার জানা।
   এ গ্রামে আছে
পাঁচটি জমিদার বাড়ী,
দেশ বিদেশের অনেক লোকে
     আসে সারি সারি।
চারিদিকে র্উচু দেওয়াল
        বড় বড় হল,
টিকিট কেটে দেখতে হয়
        প্রসাদ রাজ মহল।
আরও আছে বিদ্যালয়
        আছে উপজেলা,
বিদ্যালয়ের মাঠে হয়
     ছেলে মেয়ের খেলা।
হিন্দু  মুসলিম মানুষ গুলো
       মিলে মিশে থাকে,
হিংসা নাহি রাখে।
নেই কোন ভেদাভেদ
      বালিয়াটি গ্রামে,
ধনী গরীব এক হয়ে
     থাকে ধুম ধামে।
কর্মজীবি কৃষি কর্মর
    ছেলে মেয়ে হায়,
এই গ্রামটি দেখার জন্য
         আসে সর্বদায়।
দেখে তারা বড় খুশি
      হাসে খল খল,
দেশ বিদেশীর দাওয়াত রইলো
          আসিবে সকল।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ