মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি     ইকো পার্কে যাওয়ার পথে  তালসারি গ্রামের ভিতরে মোটরসাইকেলর সাথে পিকআপ এর সামনাসামনি সংঘর্ষে  চন্দ্রবাস গ্রামের এক যুবক নিহত হয়।।

স্থানীয় সুত্রে জানা যায় আজ বুধবার বিকেলে তালসারির মদ্ধে  দিয়ে ডিসি ইকো পার্কে  যাওয়ার পথে মোটরসাইকেল ও পিকআপ এর সামনাসামনি  সংঘর্ষ হয়। এতে ঘটনা স্তানেই মারা যায় ছেলেটি। স্থানীয়রা জানান নাম ঠিকানা কিছু জানা যায় নি।তবে পরে তার ঠিকানা জানা গেলেও নাম জানা যায় নি

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ