ঢাকুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ "সেবা দিয়ে গরবো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহায়ন ও গনপূর্ত প্রতি মন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশে, সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি এবং ময়মনসিংহ জেলা শাখার কর্মসূচির অংশ হিসেবে, তারাকান্দা উপজেলার শাখার অধীনস্থ ০৬নং ঢাকুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সেলিম আহমেদ এবং মোঃ মামুন সরকার (৬মে- বৃহস্পতিবার) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে,  এবং পরে ঢাকুয়া ইউনিয়নে ৫-টা থেকে ৬টা পর্যন্ত অসহায় গরীব দুঃখী পথচারী মানুষের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ করেন । 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী (রনু ঠাকুর) দপ্তর সম্পাদক নয়ন সরকার, সম্মানিত সদস্য আমিরুল সরকার, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজল সরকার, তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজারুল, মানবিক বাংলাদেশ সোসাইটি, তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক আর.জে মিজানুর রহমান ইমন, আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে নেত্ববৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ