অনুমোদনহীন ওষুধ রাখার অপরাধে শজিমেকের সামনে ২ ফার্মেসীকে জরিমানা

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃবগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে দুই ওষুধের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে নিউ সিটি ফার্মেসী ও রাসেদা ফার্মেসীকে অনুমোদনহীন ও নকল ঔষধ রাখার অপরাধে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা অভিযানটি পরিচালনা করেন।  ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেছেন  ৪ এপিবিএন বগুড়ার সদস্যরা। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, তাদের দোকানের লাইসেন্স ছিলোনা।  এছাড়াও অনুমোদন বিহীন দেশী ও বিদেশী ঔষধও ছিল। এসব অপরাধে ওই দুই ফার্মেসীকে ড্রাগ আইন, ১৯৪০ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ