চাদঁপুরে পারিবারিক কলহের জের সংঘবদ্ধ হামলা, ভাইয়ে ভাইয়ে মারামারি থামায় মামলা

চাদঁপুরে পারিবারিক কলহের জের সংঘবদ্ধ হামলা, ভাইয়ে ভাইয়ে মারামারি থামায় মামলা
চাঁদপুর প্রতিনিধি:চাঁদ পুর সদর উপজেলার ওয়ারলেস বাজার মল্লিক বাড়িতে পারিবারিক কলহের জের ধরে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মল্লিক বাড়ির নাছির মল্লিকের তিন ছেলে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বিরোধ কে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় আহত কামাল মল্লিক জানান, তার ভাই তারেক মল্লিক তার স্ত্রী রুমা ছোট ভাই  সোহেল মল্লিক ও তার স্ত্রী সংঘবদ্ধভাবে আমার উপর হামলা চালায়। তারা লোহার রড দিয়ে মারতে থাকলে আমার স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেদম ভাবে মারপিঠ করা হয়, গুরুতর আহত স্ত্রী কে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কা জনক হওয়াই তাকে ঢাকা রেফার করে। এই ব্যাপারে স্থানীয় ব্যক্তিবর্গ সাক্ষি রয়েছেন। ঘটনা শুধু আজকে ঘটেছে এমন নয়, ইতিপূর্বে ও তারা আমার ও আমার পরিবারের উপর হামলা চালায়, ইতিপূর্বে তাদের এই মারামারির ঘটনায় চাঁদ পুর সদর থানায় মামলা দায়ের  করা হয়েছে।  অত্র ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নির্যাতনের শিকার কামাল মল্লিক।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ