করোনাতে নেই ভালো আমি
নেই ভালো কেউ
আমাদের চিৎকার
আমাদের কাতরতা-আর্তি
শুনছে না কেউ।
যাচ্ছে না দিন
কাটছে না সময়
বিভর মনে আকাশে
তাকিয়ে রয়েছি কিছু সময়।
প্রকৃতি মেতেছে প্রতিশোধে
চলছে নিজের নিয়মে।
পৃথিবী রয়েছে আতঙ্কে
মানুষ রয়েছে ভয়ে।
চারদিকে কান্নার আওয়াজ
অগোছালো হয়ে আছে সমাজ
দিনশেষে বাড়ছে লকডাউন
সব কিছু বন্ধ খুলছে গণপরিবহন।