সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলা সহ খরনা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য,আসন্ন ইউপি নির্বাচনে খরনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পটিয়া উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক লায়ন গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ।তিনি বলেন,পটিয়ার মাটি ও মানুষের নেতা,আমার অভিভাবক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর পক্ষে আমি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১২/০৫/২০২১) পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এক মত বিনিময় সভায় কেন্দ্রিয় আওয়ামী নেতা গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে গতবারের মত এবারের ঈদও স্বাস্থ্য বিধি মেনে পালন করতে হবে।সবাইকে সুস্থ থাকার জন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে জীবন একটাই। তিনি বলেন, অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে পাবেন।পটিয়া উপজেলা আওয়ামীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ পটিয়া তথা খরনা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত।ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন।বিশ্বব্যাপী দ্বিতীয় ধাপে প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত।এমতাবস্থায় আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার প্রিয়পটিয়া তথা খরনাবাসীসহ সমগ্র পটিয়াবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট সমাজকর্মী গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ আরও বলেন, ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। আমাদের জাতীয় জীবনেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও মেনে চলার জন্য সকলকে আহবান জানান। সকলের আন্তরিক প্রচেষ্টায় শীঘ্রই করোনা পরিস্থিতি ও মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক (পটিয়া নিউজ/অবজারভার) ও শিক্ষক এ,টি,এম,তোহা, হারুনুর রশিদ ছিদ্দিকী (পূর্বকোণ), আবদুল হাকিম রানা ( মঞ্চ), শফিউল আজম (দৈনিক আজাদী), বিকাশ চৌধুরী (জনকণ্ঠ), সেলিম চৌধুরী (দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা ) আবদুর রাজ্জাক (প্রথম আলো),আবেদুজ্জামান আমিরী (পূর্বদেশ), নুর হোসেন (ইনকিলাব), আহমদ উল্লাহ (সমকাল), মোঃ শাহজাহান (মানবজমিন) তাপস দে আকাশ (সাঙ্গু), গোলাম কাদের (আলোকিত বাংলাদেশ ও মঞ্চ) ওবায়দুল হক পিবলু (সি প্লাস), মহিউদ্দিন চৌধুরী ( আজকের চট্টগ্রাম),সুজিত দে (আমাদের সময়)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)