ফরিদপুর জেলা প্রতিনিধি: ৬/৫/২০২১ ইং
আমার এ যাবতকালের ফেসবুকের প্রচার প্রচারণা ও লেখালেখির জীবনে আজ একটি শ্রেষ্ঠতম দিন হিসেবে আজীবন স্বরণীয় হয়ে থাকবে। আশা করেছিলাম এলাকার বিত্তবান শ্রেণির নজরে আনতে পারবো, দশের লাঠি একের বোঝা এমন অভিপ্রায় বোধের সৃষ্টি থেকে, মাত্র আট ঘন্টা আগের একটি মানবিক সাহায্য কামনা পোষ্ট করেছিলাম, পোষ্টটির শিরোনাম ছিলে "ব্রেন স্ট্রোকে রক্ত ক্ষরনের রুগি ইসাহাক মোল্লার বাচার আকুতি" সকাল থেকে পোষ্টটির প্রতি নজর বিশেষ রেখেছি, দেখি আল্লাহর উপরে ভরশা করে যদি কোন সহৃদয় মানবিক মানবতার মানুষের সুদৃষ্টি পড়ে! দুপুর গড়িয়ে বিকেল, সন্ধায় ও তেমন কেউই এগিয়ে আসেন নাই। মনটাও বেশ খারাপ হয়ে উঠেছে।
রাত পৌনে আটটা এশার আজান দিয়েছে, প্রস্তুতি নিচ্ছিলাম এশা সহ তারাবির নামাজের, ইতিমধ্যেই রিয়া রাথিন গ্রুপ চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান ভাই এর ফোন, শহিদ ভাই আপনি কি নামাজে রওনা দিয়েছেন নাকি? জী ভাই ওজু করছি এক্ষনই যাবো, আপনাদের বাড়ি থেকে রুগির বাড়ি কতদুর? বললাম কাছেই ভাই, ঠিক আছে আমি আগামীকাল বাড়িতে আসবো, আর শনিবার সকালে আপনাদের ছাগলদী গ্রামের ঐ রুগিটিকে দেখে আসবো, আল্লাহ উপরে ভরশা রাখতে বলবেন নিশ্চয়ই আল্লাহ মহান শেফা দানকারী আমি আমার সাধ্যমত চেষ্টা করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রুগির বিষয়ে যতটুকু যা আমি জানতে পেরেছি, বেশ ব্যায়বহুল চিকিৎসার বিষয়, আমাদের গ্রামটি বেশ বড় ও অর্থ বিত্তশালী অনেকেই আছেন, কেন যে তারা একটু এগিয়ে আশার মন-মানসিকতা পরিচয় দিতে পারছেন না এটাই আমাকে ব্যাথিত করছে! আশা করি শুধু কাজী আব্দুস সোবহান ভাই নয় অনন্য বিত্তবানেরা এগিয়ে এসে একটি অসহায় পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তিটিকে সুস্থ করার জন্যে সাহায্যে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন।ধন্যবাদ ও কৃতজ্ঞতা কাজী আব্দুস সোবহান ভাই, ধন্যবাদ ফেসবুকের সকল বন্ধু মহল শুভাকাঙ্ক্ষীদের।