হাসান সাদী
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাগরপুর উপজেলার সকল ইমাম ও খতীবদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার, ৯ মে ২০২১ খ্রি.সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নে আলহাজ্ব মকবুল হোসেন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে ঈদ উপলক্ষে ইমাম ও খতিবদের জন প্রতি ১০০০ টাকা করে দেওয়া হয়েছে ।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এবং ইমাম ইব্রাহিম হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৬ (নাগারপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা ইসলামী ফাউন্ডেশনে উপ পরিচালক মোহাম্মদ আলী,নাগরপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতন,সাধারণ সম্পাদক মো.সজীব মিয়া প্রমুখ।
পরে আলহাজ্ব মকবুল হোসেন স্মরনে দোয়া ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।