কয়রায় পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় রেকডিও পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী হিমাংশু কুমার রায় বাদী হয়ে বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী জানায়, উপজেলার বাগালী ইউনিয়নের বাঁশখালি মৌজার এস, এ ১১০ নং খতিয়ানের ০.৯০ একর সম্পত্তির একটি পুকুর রয়েছে। পুকুরটি ৫ টি শরীকে এজমালি সূত্রে  শান্তি পূর্ণ ভাবে দীর্ঘদিন জাবদ ভোগ দখল করিতেছে। কিন্তু হিমাংশু রায়ের দখলিয় অংশ  সরোজ রায়, শ্যামা রায়, জয় প্রকাশ রায়, নিরাপদ রায় স্বজল রায়, চিন্ময় রায়, সুমন রায়, সুষমা রায়,রুপালী রায় একত্রে মিলিয়া দখল করার পায়তারা চালাচ্ছে।বিষয়টি নিয়ে হিমাংশু রায় বিভিন্ন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেকে সালিসি মিমাংসা করার চেষ্টা করেন। সালিসি সিদ্ধান্ত না মেনে জোর পূর্বক দখলের চেষ্টা চালাইলে, হিমাংশু রায় বাধা সৃষ্টি করলে সরোজ রায় ও তার সংঙ্গিরা খুন ও জখম করার হুমকি দিতে থাকে। ভুক্তভোগী নিরুপায় হয়ে গত ৯ মে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ