ছোনগাছাতে ইউপি সদস্য'র নেতৃত্বে সরকারি নিয়ম অমান্য করে চলছে কোচিং বানিজ্য

সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় ছোনাগাছা ইউনিয়নে মাছুয়া কান্দি ইউপি পরিষদ সংলগ্ন  এস এ মহিরউদ্দিন কিন্ডার গার্টেনে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে কোচিং চালিয়ে যাচ্ছে ১ ওয়াডের ইউপি সদস্য সামছুল আলম। ২২ তারিখে সকাল ১১ টার সময় সরে জমিনে গিয়া দেখা যায় ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে ৪ টা শিক্ষক গাদা গাদি করে ক্লাস পরিচালনা করছে।সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ,মোছাঃ নুপুর খাতুন,নাজমা খাতুন সহ অনন্য শিক্ষক তারা বলেন প্রধান শিক্ষক ও পরিচালক ইউপি সদস্য সামছুল আলম স্যার আমাদের ক্লাস নিতে বলেছে এখানে আমাদের বলার কিছু নেই।প্রধান শিক্ষক ও পরিচালক সামছুল আলম কে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,কি করবো কত দিন এভাবে বসে থাকবো তাই আমি স্কুল চালাচ্ছি।আমি মেম্বর কোনটা ভালো আর কোন খারাপ আমি বুজি।স্থানিয়রা জানান করোনা কালিন সময়ে কোচিং বন্ধ থাকলেও দুর্নীতি বাজ ইউপি সদস্য প্রভাব খাটিয়ে সরকারি নিতি মালা লঙ্গকরে কোচিং বানিজ্য চালিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।এতে শিক্ষাথী অভিভাবক  তাদের ছেলে মেয়ে নিয়ে সংকায় রইয়েছেন।কারন ওই এলাকায় ঢাকায় গার্মেন্টসের চাকরিরত শত শত শ্রমিকরা ঈদ কাটাতে বাড়িতে এসেছে কারও মাক্স বা স্থ্যাস্থবিধি মানার কোন বালাই নেই। এ বিষয়ে কোচিং পরিচালক ইউপি সদস্য সামছুল আলমের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য  উধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ