আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ

আহসান উল্লাহ বাবলু  আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি:; মহা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে অসহায়,হতদরিদ্র ৭৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটীর অর্থায়নে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরী প্রশিক্ষণ মিলনায়তনে এ নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা রেডক্রিসেন্ট সোসাইটীর সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান
ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক জোসনা আরা পারভীন। আলোচনা সভায় বক্তারা বলেন-আত্মমানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দূর্যোগকালীন সময়ে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটির উপ-পরিচালক এ,এস,এম আক্তার
হোসেন। আলোচনা সভা শেষে শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের ৭৫০ পরিবারের মাঝে প্রত্যেকে নগদ ৪ হাজার ৫ শত টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ