নানা ফলের সমহার
এই মধু মাসে,
কাঠাল খেলে গ্যাস হয়
ফল খেলে বল বাড়ে।
মধু মাসে এলে
মামার বাড়ি যাই,
মামার বাড়ি পূর্বধারে আমের বনে
ঝড়ের দিনে আম কুড়াতে সুখ,
কাচা আমের কথা
মনে আসলে জীববে আসে জল।
মামার বাড়ি
নানা নানী সবাই মিলে
আম খেতে বড় মজা লাগে,
এই মধু মাসে ।