মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট(পাঁচবিবি) উপ জেলা প্রতিনিধিঃজয়পুরহাট জেলার পাঁঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে "পাড়ইল ক্রিকেট কাউন্সিলিং একাডেমি " নামক একটি ক্রীড়া সংস্থা।
অদ্য ৭ ই মে রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঈদ সামগ্রী বিতরনের শুভ উদ্ধোধন করেন অত্র একাডেমির প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ মাহবুব আলম। তার পর গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌছে দেন একাডেমির সকল সদস্যবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরন শেষে একাডেমির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আবু মুসা কারিমুল বলেন,আমরা প্রধানত খেলা ধুলার উপর জোর দিয়ে থাকি,কিন্তু বর্তমান করোনাকালিন সময় অসহায় মানুষের কথা বিবেচনা করে আমাদের একাডেমির নিজস্ব তহবিল থেকে কিছু সংখ্যক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়ার পরিকল্পনা গ্রহন করি এবং আজ তার বাস্তবায়ন হলো।
অত্র একাডেমির সভাপতি এম,এস অনিক বলেন,আমরা কিছু অসহায় মানুষকে সাহায্য করতে গিয়ে আরো অনেক মানুষের অভাব অনটনের স্বাক্ষী হয়েছি।আমরা আগামি দিনে আরো অনেক মানুষ কে সহযোগিতা করার চিন্তাভাবনা করছি।এসময় উপস্থিত ছিলেন,একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আবুজার রহমান,মোঃআবু সাঈদ হোসাঈন,মোঃরাফিউল ইসলাম তুষার, মোঃ মশিউর রহমান মুরাদ সহ একাডেমির সকল সদস্যবৃন্দ।