বাবার জন্য
একটি চিঠি লিখে রেখেছিলাম,
তাঁকে দেবো বলে।
অনেক রাস্তা হেঁটে
অলি-গলি ঘুরে
একটা ডাকঘর পেয়ে গেলাম।
কত কথা লিখে রেখেছি চিঠিতে,-
বাবাকে জানাব বলে।
হাজারো কথা মালায় ভরা
নীল খামে বাবার জন্য লেখা চিঠি।
যাবে তো চিঠি সঠিক ঠিকানায়?
ওই দুর আকাশে
মিটি মিটি তারার দেশে
নীল রঙের নীল খামে
বাবার জন্য লেখা চিঠি।
