নিষ্ঠুর বিদায়ে শোকাহত, পাশে নেই স্বজনদের আহাজারি

মোঃ ফজলুর রহমান, শার্শা, প্রতিনিধি:
জীবনের সব লেনাদেনা মিটে গেছে,আজ আর কোন অপেক্ষা নেই। নাই কোনো জীবনের পিছুটান।  অন্তিম যাত্রার  এ  অবসানে কেমন যেন পৃথিবীর  সবকিছু থমকে গেছে।  নিষ্ঠুর এ বিদায় বেলায় একটা চেনা মুখ ও পাশে নেই, আতর, গোলাপ জল হাতে নেই, শোকার্ত স্বজনদের  আহাজারি নেই, খাটিয়া কাঁধে নেই সব যাত্রায়,অন্তিম যাত্রাতেও বিচ্ছিন্নতা, এমনি নিষ্ঠুর রেখা জন-জীবনে একে দিচ্ছে করোনা ভাইরাস। করোনা প্যান্ডেমিকে সারাবিশ্ব আজকে লণ্ডভণ্ড মানুষের আর্তনাদে পৃথিবীর আকাশ ভারী। প্রতিটি শহর নগর গ্রামে গঞ্জে শনাক্ত হচ্ছে করোনা পজিটিভ, বিশেষ করে সাতক্ষীরা,যশোর, কুষ্টিয়া রাজশাহী সহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের  জেলাগুলোতে করোনা  সংক্রামক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত অঞ্চলের মানুষ আছে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে। স্বাস্থ্য ঝুঁকির কারণে নীরবে নিপীড়িতেই শেষ করতে হচ্ছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। সময়ের সাথে সাথে  মৃত মানুষের সারি বাড়াচ্ছে করোনা। এই ভাইরাস দেশ চেনে না, চেনে না ধনী, গরীব কিংবা জাতি ধর্ম, বর্ণ। সংক্রমণ রোধে বিচ্ছিন্নতা থাকবে, নাকি প্রিয়জনকে এমন নীরবে- নিপিড়ীতে দাফনের জন্য পাঠাবেন, সেই দায়িত্ববোধ কি দেশবাসীর উপর বর্তায়?

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ