সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
রোববার যশোরে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শনিবার যশোরের ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, এদিনে খুলনায় ১৫ টি নমুনায় ৪ জনেন করোনা শনাক্ত হয়েছে।
যশোরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যশোর জেলা প্রশাসনের কার্যক্রম প্রশংসনীয়। যশোর জেলা পুলিশ কোনো বাইকে ও রিক্সায় ২ জন পেলে নামিয়ে নিচ্ছে।জরুরি মহামারী সংক্রান্ত তথ্য দিয়ে মাইকিং করে জনসম্মুখে সচেতন করছে জেলা পুলিশ।