ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপন

ক্যাম্পাস প্রতিনিধি: ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পসে বৃক্ষরোপণ করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

আজ ৫ জুন শনিবার সকাল ১০ টায় ঢাকা কলেজের প্রধান ফটকের বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।এবিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৃধা জুলহাস বলেন, বিশ্ব পরিবেশ দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচী অনুযায়ী সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করা হয়। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি আমাদের সব সময় সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, শাহাবুদ্দিন ইমন, পিয়াল হাসান, সজীব বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ