![]() |
| পুলিশের কড়াকড়ি নজরদারী |
তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর জেলা ব্যাপী লকডাউন ঘোষনার ৪র্থ দিনে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।মেহেরপুরে করোনা সংক্রমণ মারাত্বক আকার ধারন করেছে । যে কারনে গত ২৪ জুন মেহেরপুর জেলা প্রশাসাশক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা ব্যাপী ১৪ দিনের লকডাউন ঘোষনা করেন।যার কারনে রবিবার লকডাউনের ৪র্থ দিনে শহর ব্যাপী বিভিন্ন এলাকায় কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে মেহেরপুর সদর থানা পুলিশ।অভিযান পরিচালনাকালে মাক্স ছাড়া কেউ বাড়ীর বাহিরে না যাওয়ার আহবান জানানো হয়। এসময় দোকানে বসে আড্ডা দেয়া বা ঘোরাঘুরি করা যাবে না বলে সতর্ক করেন পুলিশ সদস্যরা । যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মেহেরপুর থানা পুলিশ লকডাউন বাস্তবায়নে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তদারকি ও সাধারন মানুষকে সচেতন করার জন্য তৎপর দেখো গেছে।অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে, সদর থানার ওসি(তদন্ত) আমিরুল ইসলাম সহ জেলা পুলিশের একাধিক দল সচেতনতা অভিযান পরিচালনা করেন।
