নিউজ ডেস্কঃ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত হাওর উন্নয়ন ফোরামের সভাপতি এস এম শামীম ও সাধারণ সম্পাদক মামুন আল কাওসারকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। আজ শনিবার ৫ ই জুন সংগঠনের সাধারন সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে জাগ্রত হাওর উন্নয়ন ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার করা হয়।। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান জাগ্রত হাওর উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। কিন্তু কিছু দিন যাবত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নীতি বহির্ভূত কার্যকলাপে জড়িত হয়ে সংগঠনের সুনাম নষ্ট করছে।অনেক ক্ষেত্রে সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এমনকি সংগঠন ব্যবহার করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বৈতরণী পার হওয়ার চিন্তা করছেন, যা আমাদের সংগঠনের নীতির সাংঘর্ষিক। এই পরিস্থিতিতে আমরা সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জাগ্রত হাওর উন্নয়ন ফোরামের সভাপতি এস এম শামীম ও সাধারণ সম্পাদক মামুন আল কাওসারকে বহিষ্কারের সিন্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি এই সংগঠনের নাম ব্যবহার করে কেউ কোন ব্যক্তিগত ও রাজনৈতিক সুযোগ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)