খন্দকার তরিকুল ইসলাম (যশোর) প্রতিনিধি:এবারের কোরবানি ঈদকে সামনে রেখে ইলিয়াস হোসেনের 'সিঙ্গার বাবু '-এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। ইলিয়াস হোসেন যশোরের মনিরামপুরের উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাঝের শ্যামপুর গ্রামের কফিল উদ্দিন মোড়ল এর ছেলে। নিজ সন্তানের মতো পরম আদর-যত্নেবড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড় 'সিঙ্গার বাবু '। তীব্র গরমে গভীর রাতে উঠে গোছল করানো হয়েছে। বিরাটাকৃতি নিয়ে জন্মানোয় এই ষাড়টির নাম দেয়া হয়েছিল 'সিঙ্গার বাবু ' বলে জানান ইলিয়াস হোসেন 'সিঙ্গার বাবু ' নামের ষাড়টির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বায় সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১শ' মন বা ১২৪০ কেজি হবে বলে ইলিয়াস হোসেন দাবি করেন। প্রতিদিন 'সিঙ্গার বাবু '-এর খাদ্য তালিকায় ৪ কেজি ভুসি, ৪ কেজি ক্ষুধির ( চালের গুড়া) ভাত রান্না, প্রায় ১ মন সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি (খড়) থাকে। দিনে সব মিলিয়ে ৭শ' থেকে ৮শ' টাকার খাবার খাই।
আরো জানান, তীব্র গরমে গভীর রাতে উঠে 'সিঙ্গার বাবু-টিকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার গোছল করানো হয়েছে। গোয়াল ঘর থেকে একজনে ষাড়টিকে বাইরে বের করা যায় না বলে নাওয়া-খাওয়া, গোছল সবই গোয়াল ঘরে করানো হয়। কয়েক বছরের মধ্যে বৃহস্পতিবারই গোয়াল থেকে বাইওে আনা হয়। খবর পেয়ে প্রতিবেশিরা সেখানে ভীড় জমায়।
সরেজমিন গেলে দেখা যায় এটি যেন বড় আকৃতির হাতি। এসময় উপস্থিত প্রতিবেশিদের অনেকেই বলেন ষাড়টি হাতির চেয়েও বড়। প্রতিবেশির কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রয়ারি একটি এঁড়ে। যা আকৃতি বড় হওয়ায় ওই সময় নাম রাখা হয় । শুরু থেকেই সিঙ্গার বাবুকে সাথে তিনিও পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা আছে। ) থেকে এ পর্যন্ত ওষুধপত্র সব কিছু দেখভাল করেন স্থানীয় পশু চিকিৎসক
ডাঃ আল মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় হওয়ায় তাদেরকে (ইলিয়াস হোসেনের দম্পতী) গরুটি লালন-পালন করার জন্য ইৎসাহ দেই।মনিরামপুরে ১২শ' কেজি ওজনের সিঙ্গার বাবুর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ!
মনিরামপুর (যশোর) প্রতিনিধি এবার কোরবানি ঈদকে সামনে রেখে ইলিয়াস হোসেনের 'সিঙ্গার বাবু '-এর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। ইলিয়াস হোসেন যশোরের মনিরামপুরের শ্যামপুর ইউনিয়নের মাঝের শ্যামপুর গ্রামের কফিল উদ্দিন মোড়ল এর ছেলে নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে
বড়্ করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড় 'সিঙ্গার বাবু '। তীব্র গরমে গভীর রাতে উঠে গোছল করানো হয়েছে। বিরাটাকৃতি নিয়ে জন্মানোয় এই ষাড়টির নাম দেয়া হয়েছেলি 'সিঙ্গার বাবু ' বলে জানান ইলিয়াস হোসেন
'সিঙ্গার বাবু ' নামের ষাড়টির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বায় সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১শ' মন বা ১২৪০ কেজি হবে বলে ইলিয়াস হোসেন দাবি করেন। প্রতিদিন 'সিঙ্গার বাবু '-এর খাদ্য তালিকায় ৪ কেজি ভ'সি, ৪ কেজি ক্ষুধির ( চালের গুড়া) ভাত রান্না, প্রায় ১ মন সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি (খড়) থাকে। দিনে সব মিলিয়ে ৭শ' থেকে ৮শ' টাকার খাবার খাই।
আরো জানান, তীব্র গরমে গভীর রাতে উঠে 'সিঙ্গার বাবু-টিকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার গোছল করানো হয়েছে। গোয়াল ঘর থেকে একজনে ষাড়টিকে বাইরে বের করা যায় না বলে নাওয়া-খাওয়া, গোছল সবই গোয়াল ঘরে করানো হয়। কয়েক বছরের মধ্যে বৃহস্পতিবারই গোয়াল থেকে বাইওে আনা হয়। খবর পেয়ে প্রতিবেশিরা সেখানে ভীড় জমায়। সরেজমিন গেলে দেখা যায় এটি যেন বড় আকৃতির হাতি। এসময় উপস্থিত প্রতিবেশিদের অনেকেই বলেন ষাড়টি হাতির চেয়েও বড়। প্রতিবেশির কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রয়ারি একটি এঁড়ে। যা আকৃতি বড় হওয়ায় ওই সময় নাম রাখা হয় । শুরু থেকেই সিঙ্গার বাবুকে সাথে তিনিও পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা আছে। ) থেকে এ পর্যন্ত ওষুধপত্র সব কিছু দেখভাল করেন স্থানীয় পশু চিকিৎসক জন্মানোর পর থেকে এটি বড় হওয়ায় তাদেরকে (ইলিয়াস হোসেনের দম্পতী) গরুটি লালন-পালন করার জন্য ইৎসাহ দেই।
যোগাযোগের ফোন নাম্বার ০১৯০৯১৪৯৩০০