জনপ্রিয় টিভি চ্যানেল জাগরণী টিভিতে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক রাকিব হাসান

কুষ্টিয়া জেলা প্রতিনিধি, চঞ্চল হোসাইনঃ দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জাগরণী টিভিতে কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে  নিয়োগ পেলেন তরুন সাংবাদিক রাকিব হাসান। নিয়োগ সংক্রান্ত কাগজপাতি  ও পরিচয় পত্র জাগরণী মাল্টিমিডিয়ার প্রধান কার্যালয় ঢাকা থেকে আজ তার হাতে এসে পৌছে।  রাকিব হাসান দির্ঘদিন ধরে কুষ্টিয়া জেলায় বিভিন্ন শুনামধন্য গণমাধ্যমে কাজ করে আসছিলেন তার মধ্যে উল্লেখ্য নিউজ ২৪ এ কুষ্টিয়া জেলা সহকারী, যমুনা টিভি কুষ্টিয়া জেলা ভিডিও জার্নালিস্ট , কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক  হিসনাবানীর দৌলতপুর প্রতিনিধি ।   বর্তমান সে  জাতিয় দৈনিক জাবাবদিহিতে কুষ্টিয়া জেলা প্রতিনিধি  হিসাবে কাজ করছে, ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির একজন সক্রিয়   সদস্য, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাংগঠনিক সম্পাদক, ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সমঅধিকারের সম্পাদক ও প্রকাশক।  তার দির্ঘদিনের সাংবাদিকতায় সে কুষ্টিয়া জেলায়  উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ