মোঃআবু নাঈম কাজেী মহাম্মদপুর মাগুরা প্রতিনিধি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের মাছি-নাগড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থায়ী সূত্রে জানা যাই,আজ ২৬-০৬-২০২১ ইং তারিকে শুক্রবারে জুম্মা নামাজ শেষে কমিটি গঠন নিয়ে বসে। তর্ক বিতর্ক এক পর্যয়ে গোলাম আজম গ্রুপ এবং সাহেবালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়,মোঃ হাসিব মোল্লা (২৩)পিতাঃ হারুন আর রশীদ।মোঃ আতিয়ার রহমান(৫৫)পিতাঃ মৃত আয়ন্দিন মোল্লা।মোঃ ফজলু সরদার (৩০) পিতাঃ সিরাজ সরদার ,মোঃ খয়ের আলী (৫০)পিতাঃ আজিজ আহমেদ।
এ সময় ঘটনা স্থলে বাবুখালী পুলিশ ক্যাম্প এর এস আই সুভীর কুমার রায়, এবং এ এস আই আরিফ সহ সঙ্গী ফোর্স নিয়ে আটক করে বাবুখালী পুলিশ ক্যাম্প এ নিয়ে আসে।তারা হলেন, মো: আলেক মোল্লা,মো: নূর আলী ,মো: খয়ের মোল্লা,মো: ফিরোজ মোল্লা,বাবুখালী ক্যাম্প এর এস আই সুভীর কুমার রায়, এবং এ এস আই আরিফ জানাই এলাকার অবস্থা স্বাভাবিক আছে।
