বাজেটকে স্বাগত জানিয়ে নাগরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

হাসান সাদী,
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে  আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করায় নাগরপুরে  বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।  তারা এই বাজেটকে গনমুখী আখ্যায়িত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র  সহ-সভাপতি মো.তারিফুল ইসলাম,সহ সভাপতি ফারুক হোসন রাজু,মো.মুরাদ,সাধারন সম্পাদক মো.সজিব মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মো.রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক প্রত্যয় সাহা প্রমূখ।
সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সজিব মিয়া বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট করেছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। যদি কোনও অপশক্তি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে বাজেটের বিরুদ্ধে,অপপ্রচার করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই বাজেট নিয়ে বিএনপির জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
যারা ষড়যন্ত্র করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে উপজেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ