শ্যামনগর মুন্সীগঞ্জ হরিণের মাংস সহ নৌকা আটক

হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা, শ্যামনগর মুন্সীগঞ্জ এলাকায় সুন্দরবনের হরিণের মাংস সহ নৌকা আটক করেছে বন বিভাগ ও সিপিজি।শুক্রবার (০৪জুন) রাত ৮ টায় মুন্সীগঞ্জ হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে আটক করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি হরিণের মাংস সহ একটি নৌকা আটক করতে সক্ষম হন বন বিভাগ।তবে এ সময় কোন ব্যক্তি কে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগের সুত্রে জানাযায়, আসামীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভতি হরিণের মাংস নদী ফেলিয়ে দেয় নৌকায় থাকা ২ কেজির মত হরিণের মাংস পাওয়া গিয়েছে।

 চুনকুড়ীর বন ভারপ্রাপ্ত কমকতা মো: দাউদ মিয়া বলেন, গোপনে তথ্য ছিল যে হরিণের মাংস পাচার হচ্ছে। সে সময় থেকে অভিযান শুরু করি। চুনকুড়ি নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে তাদের দিকে এগুয়ে যাই।আমাদের উপস্থতি বুঝতে পেরে আসামীরা পালিয়ে যায়।বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ