ফজলুল করিম সবুজ (নওগাঁ)- নওগাঁ মান্দা গভীর নলকূপের পানিতে জমিতে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে উপজেলার সদর মান্দা ইউনিয়নে নলঘোর গ্রামে। এই ঘটনায় শরিফ উদ্দিন নামে এক কৃষক গুরুতর আহত হয়। পরবর্তীতে ১৯ জুন শনিবার শরীফ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,১৬ই জুন (বুধবার) সকাল ১১ টার সময় শরিফ উদ্দিন(৩২), পিতা- আজাহার উদ্দিন বর্গাচাষী জমিতে গভীর নলকূপের পানি নেওয়ার জন্য ড্রেন করতে গেলে একই গ্রমের বিবাদী ১/ সানোয়ার (৩০), পিতা- আব্দুল জব্বার ও ২/আব্দুল জব্বার, পিতা মৃত রিয়াজ গ্রাম নলঘোর, মান্দা নওগাঁ ৷
উভয় পিতা-পুত্র বাদী শরীফ কে পানি নিতে বাধা প্রদান করে ও এক পর্যায়ে বাকবিদণ্ড শুরু হয়৷ বাকবিতণ্ডার এক পর্যায়ে সানোয়ার ও আব্দুল জব্বার পিতা-পুত্র মিলে শরীফের উপর অতর্কিত ভাবে হামলা করে৷ সানোয়ারের হাতে থাকা কোদাল দিয়ে শরীফের কপালেও মুখে আঘাত করে৷ অপরদিকে আব্দুল জব্বার শরীফের ডান হাতের বুড়ো আঙ্গুলে পাশে কামড় দেয়৷ শরিফ মারের ভয়ে পালাতে লাগলে সানোয়ার কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারে ও জব্বার একটি লাঠি দিয়ে বেধড়ক মেরে তাকে গুরুতর জখম করে৷ এক পর্যায়ে শরীফের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে৷ শরীর রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালায় ৷ এই ঘটনার সময় তার কাছে থাকা মোবাইল ফোন হারিয়ে যায় ৷ শরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ৷ পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের রেফার করে ৷ সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে এসে থানায় অভিযোগ করেন ৷এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
