অবজ্ঞা কোরো না রেজাউল করিম রোমেল

মেয়েটি এসেছিল কোনো একদিন।
কোনো একক্ষণে, কোনো এক মুহূর্তে।
রন্ধ্রে রন্ধ্রে এঁকে দিল মায়াবি ছাপ।
এক অন্যরকম আকর্ষণ, অন্যরকম অনুভ'তি।
পৃথিবীর সব সুখ যেন তাকে ঘিরে।
আমি জানি না ভালোবাসা কাকে বলে,
ভালোবাসার সঙ্গা কি,
বুঝতে চাইনি কখনো।
আমার জীবনে যে স্মৃতি তুমি এনে দিয়েছ,
তা কখনো ভুলতে পারিনি, ভুলতে চাই না।
তবে কি এরই নাম ভালোবাসা?
যদি তাই হয় তাহলে বলবো,-
আমার এই ভালোবাসাকে অবজ্ঞা কোরো না।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ