সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর বিদায়ী সংবর্ধনা

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি এস এম মোস্তফা কামাল এর বিদয়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে সাতক্ষীরার সকল শিল্পী কলাকুশলী সংস্কৃতি কর্মী কবি-সাহিত্যিকের পক্ষ থেকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির নেজারত ডেপুটি কালেক্টর আজহার হোসেন, এফডিসির সভাপতি সাইফুল করিম সাবু, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, পলটু বাসার, হেনরি সরদার, শামিমা পারভীন রত্না, বরুণ ব্যানার্জী, ফারহা দীবা খান সাথী, বিশিষ্ট কন্ঠশিল্পী মোঃ কামরুল ইসলাম, চৈতালি মুখার্জি, আক্তারুজ্জামান কাজল প্রমুখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ