মেহেরপুর উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে গণসচেতনতা প্রচারণা

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি:করোনাভাইরাসের দ্বিতীয় দফায় উদ্বেগজনক সংক্রমণের পরিপ্রেক্ষিতে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের গণসচেতনতা প্রচারণা। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালান হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের নেতৃত্বে শহরের হোটেল বাজার মোড় এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ছোট ছোট সড়ক গুলোতেও অভিযান চালান।জনসচেতনতা মূলক প্রচারণায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এবং সদর থানার ওসি শাহদারা খান চলমান বিধিনিষেধে সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সকলকে আহবান জানান। এবং সেই সাথে সন্ধ্যা ৬ টার পর সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও অযাথা বাড়ির বাইরে না আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ