ভাবতে পারিনা কি বলবো তোকে
জানি না তুই কোন পদার্থে সৃষ্টি,,,,,
মুখে ও মনে মোনাফেকীতেই ভরা
তুই বড় মিথ্যবাদি বৃষ্টি।।
খুব সহজে বলতে পারিশ বৃষ্টি
কাকে কখন বলতে কি,,,,
ছলনাময়ী চোখে ঝর্ণা ঝড়িয়ে
পান্তা ভাতে মাখাতে পারো ঘী।।
নিজের স্বার্থে যখন তখন বৃষ্টি
যাকে তাকে করিতে পারো আসামী,,,,,
কারো মনের দাম নেই তোর কাছে
শুধু তোর মনটাই হচ্ছে অনেক দামী।।
এর বিচার একদিন পাবে বৃষ্টি
যদি মন ও মসজিদ ভাঙ্গা হয় সমান,,,
এমনিতে কোথাও নেই তোর ইজ্জত
এবার স্বজনরা হারাবে যে টুকু আছে মান।।
খোদার দরবারে দিলাম বিচার
এই দুনিয়া দেখতে চাই তোর সাজা,,,,
রক্ষিতা হয়ে আর কত দিন বৃষ্টি
উচুতলায় বেধে থাকে সুখের বাসা।।
হয়ত দালাল নয়ত আবাল তারা
অথবা পড়িয়েছো যাদুর টুপি,,,,,
এতো কিছু পরেও তারা কেন?
তোদের অপকর্ম গুলো রাখে চাপি।।
যাক!এটা তাদের ব্যাপার ধর্ম
ওরা পেয়েছে তোমায় জষ্ঠ্যি মধু,,,,
মাঙ্গনা পেলেও আলকাতরা খায়
তাই তোদের বানিয়েছে মিষ্টি কদু।।
বধু সেজেছো আজ কদুর দরে
রূপ যৌবণের সূধায় ভরে দৃষ্টি,,,,,
তবে কেনও আমার দিলে অপবাদ
তুই বড় বেঈমান মিথ্যবাদী বৃষ্টি।।
