মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ
করোনার ভয়াবহ পরিস্থিতির মাঝেও সরকারি নির্দেশনা অমান্য করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা না করে কিন্ডারগার্টেন চালু রাখায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন এর পরিচালক আব্দুল হালিমকে ২৬ জুন শনিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করেন সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।
