ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমায় সন্ত্রাসী চাঁদাবাজ মামলাবাজ বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত

মো:আ:কুদ্দুস,নগরকান্দা প্রতিনিধিঃআজ শুক্রবার সকাল ১১টায়  ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর তালমার মোড় নামক স্থানে (ফরিদপুর  বরিশাল মহাসড়কে) তালমা ইউনিয়নের মামলা হামলায় নির্যাতিত আহত নিহত এর স্বজনের ডাকে ও তালমা ইউনিয়নের নির্যাতিত সর্ব সাধারণের
 ব্যানারে সন্ত্রাসী  মামলাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধনের প্রয়োজন করেন। পার্শবর্তী ইউনিয়ন গুলো সহ নগরকান্দা আওয়ামিলীগ  এর নেতাকর্মীরা মানব বন্ধনের যোগদান করেন। তালমা মোড় থেকে ফরিদপুর অভিমূখী রাস্তার দুই পাশে হাজারের অধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি প্রতিবাদ মিছিল করেন। এ মানববন্ধনে বক্তব্য  রাখেন ডাঙ্গি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালাম কাজী, ফুলসুতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেন, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ফকির সহ নগরকান্দা উপজেলার আওয়ামিলীগ এর  নেতৃবৃন্দ। বক্তব্যে সন্ত্রাসী চাঁদাবাজ মামলাবাজদের প্রতিহত করার ঘোষনা দেন, এবং স্থানীয় আওয়ামিলীগ এর নির্যাতিত মামলার নাগপাশ থেকে মুক্ত করতে ফরিদপুর জেলা এস পি ও জেলা প্রসশন সহ নগরকান্দা থানা প্রসাশন কতৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ