শপথ নিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার

নিউজ ডেস্কঃ অবশেষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী তারিখে নগরকান্দা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হয় নিমাই সরকার। ৩ মার্চ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার ও ছেলে গৌরব সরকারসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় মেয়রসহ কমপক্ষে ১০ জন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১০ জুন) সাড়ে ১২ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান তাঁকে শপথ পাঠ করান বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ