আমিন মোল্লা খামারে বিশাল প্রকৃতির এঁড়ে গরুর সমাহার

মোঃ আবু নাঈম কাজী মহাম্নদপুর মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ানের দাতিয়াদাহ গ্রামে মোঃ আমিন মোল্লা এর বাড়ির খামারে বিশাল বিশাল প্রকৃতির ৫ এঁড়ে গরু আছে।এই ৫ টি গরু দীর্ঘ দিন ধরে খামারী মোঃ আমিন মোল্লা দেশি প্রযুক্তি ব্যাবহার করে এবং দেশী খাবার দিয়ে লালন পালন করছেন।

মোঃ আমিন মোল্লা বলেন,৫টি এঁড়ে গরুর বর্ননাঃ ও নামঃ(১)বিশাল প্রকৃতি মাগুরার ঝুমুর (কালো)
      ওজনঃ ২৬ মন। উচ্চতাঃ ৬ ফিট। লম্বাঃ ৮ ফিট।
(২) বিশাল প্রকৃতি মাগুরার জলহস্তী (সাদা কালো)ওজনঃ ২৫ মন। উচ্চতাঃ ৫ফিট। লম্বাঃ ৭ফিট
(৩) বিশাল প্রকৃতি মাগুরার রাজাবাবু (সাদা কালো)ওজনঃ ২৪ মন। উচ্চতাঃ ৫ফিট। লম্বাঃ ৭ফিট(৪) দাতিয়াদাহ বাহাদুর (কালো)ওজনঃ ১৪ মন। উচ্চতাঃ ৫ফিট। লম্বাঃ ৬ফিট(৫)দাতিয়াদাহ টাইগার(সাদা কালো)
ওজনঃ ১২ মন। উচ্চতাঃ ৫ফিট। লম্বাঃ ৫ফিট

যারা এই বিশাল বিশাল প্রকৃতির এঁড়ে গরু ক্রয় করতে ইচ্ছুক তারা মহম্মদপুর উপজেলায় বাবুখালী ইউনিয়ানের দাতিয়াদাহ গ্রামে মোঃ আমিন মোল্লা বাড়ির খামারে এসে এঁড়ে গরু গুলো দেখে শুনে ক্রয় করুন।
তথ্য জানতে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01753145464 / 01745298325

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ