রক্তিম ময়মনসিংহ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন

ফ্রি ব্লাড গ্রুপিং চলছে
মাফিন হাসান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: 
"রক্ত দিলে হয় না ক্ষতি 
জাগ্রত করে মানবিক অনুভূতি "
রক্ত দানের স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তিম ময়মনসিংহ 'এর আয়োজনে  মুক্তাগাছা উপজেলায় নতুন বাজার এলাকায় 'ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।গেল শুক্রবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এিমোহনী প্রাথমিক বিদ্যালয়ের  সামনে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে বিনামূল্যে প্রায় চার শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও তরুণ প্রজন্মকে রক্ত দানে উৎসাহিত করণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রক্তিম ময়মনসিংহের সভাপতি আল-আমিন মোল্লা। মাহমুদুল হাসান মাসুদ (সহ সভাপতি, রক্তিম ময়মনসিংহ) এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আরব আলী (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান,মুক্তাগাছা) ক্যাম্পেইনে আরও উপস্থিতি ছিল অনন্য স্থানীয় ব্যাক্তিগত এবং সংগঠনটির সেচ্ছাসেবীরা।

'জরুরী রক্তের প্রয়োজনের সময় গ্রুপ নির্ণয় সহজলভ্য নয়' তাই রক্তিম ময়মনসিংহ এবং সেচ্ছাসেবীদের আপ্রান সহায়তায় ভিন্ন স্থানে ভিন্ন সময় আয়োজন করা হয় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। 
করোনা কালে সচেতনতা বৃদ্ধি করতে গ্রুপ ক্যাম্পেইনের পাশাপাশি মাস্ক বিতরণ ও জন সচেতনতা মূলক ক্যাম্পেইনও অনুষ্ঠিত হয়েছে।জড়বে না কোনো প্রাণ রক্তের অভাবে সংগঠনটির মূল লক্ষ্য। এমন একদিন আসবে যেদিন রক্তদাতা রোগী খুঁজবে"এই প্রত্যাশায় কাজ করে যাচ্ছে রক্তিম ময়মনসিংহ সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ