নিউজ রিপোর্টঃ ঝিকরগাছা উপজেলায় ছাগলে পাট খাওয়া কে কেন্দ্রকে একই পরিবারের ৩ জন জখম।
ঘটনা সুত্রে জানা যায় ( কাজ ৯ ই জুন) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন এর গুলবাগপুর গ্রামের আলী আহমদের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলামের (৬৫)পাট খেতে অত্র গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাহিদা বেগম এর ছাগলে পাটের পাতা খেতে থাকে। এ সময় সিরাজুল ইসলাম ও তার ছেলে সজীব উত্তেজিত হয়ে ছাগলের মালিক সাহিদা বেগম কে মারপিট করে ।তখন সাহিদা বেগম এর ভাইয়ের বউ রোজিনা বেগম (৩০) ও সাহিদা বেগম এর চাচা আকরাম হোসেন (৪৫)ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করে। এক পর্যায়ে তাদের চেচামেচিতে গ্রামের লোকজন ছুটে এলে সিরাজুল ও তার ছেলে সজিব দৌড়ে পালিয়ে যায়। সাহিদা ,রোজিনা ও আকরাম ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করেছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।