রিয়াদুল ইসলাম মোরশেদ,উপজেলা প্রতিনিধি,কাশিয়ানীঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঘরে জ্বর, আগ্রহ নেই করোনা পরীক্ষায়। উপজেলায় সহ অনেক ইউনিয়ন ও গ্রামের হঠাৎ করেই বেড়ে গেছে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার প্রায় ঘরে ঘরেই এখন এ ধরনের রোগী। তাদের মধ্যে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় তেমন আগ্রহ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশিরভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই কমবেশি আক্রান্ত ,তবে করোনা আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই গোপনে চিকিৎসা নিচ্ছেন।
আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন। যার ফলে বিভিন্ন এলাকায় প্যারাসিটামল জাতীয় ওষুধসহ অ্যান্টিবায়োটিকের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। সচেতনতা না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ অবস্থায়ও হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। এভাবে চলতে থাকলে করণা সংক্রমণ কমা তো দূরের কথা বাড়তেই থাকবে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা ঘরে থাকা। আর কোন ধরনের শারীরিক সমস্যা যেমন জ্বর কাশি ঠান্ডা অনুভব করলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষা করে চিকিৎসা নেয়া।
কিন্তু করোনার ভয়ে নমুনা টেস্ট না করেই জ্বরের চিকিৎসা নিচ্ছে ঘরে বসেই।
