কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যূ হয়েছে। মৃত ঐ শিশুর নাম সাদিয়া (৪)। সে চিলমারী সদর ইউনিয়নের পাটোয়ারি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশু সাদিয়া বাড়ির পাশে ঝোপঝাড়ে খেলছিল, এমন সময় সেখানে থাকা বিষাক্ত সাপ শিশুটিকে কামড় দেয়। পরে স্থানীয়রা শিশুটির পরিবারের লোকজনকে সাথে নিয়ে স্থানীয় কবিরাজকে দিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন।