দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদকের সাথে নগরকান্দা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাক্ষাৎ

নিউজ ডেস্ক: আজ ঢাকায় দৈনিক অগ্রসর পত্রিকা অফিসে সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নগরকান্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি -সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নগরকান্দা কর্মরত সাংবাদিকদের সাথে এক ভূরিভোজে অংশ নেন।
উল্লেখ্য ১৯৮৯ সালে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে মোস্তফা হোসেন চৌধুরী নগরকান্দা প্রেসক্লাব গঠন করেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান সময়ের খোলা চোখ সম্পাদক মাহবুবুর রহমান আহাদ।ফরিদপুরের এডিসি জেনারেল মোহাম্মদ শাহাজাহান প্রধান অতিথি হিসেবে নগরকান্দা সিনেমা হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরকান্দা প্রেসক্লাব উদ্বোধন করেন।  নগরকান্দার তৎকালীন ইউএনও মো. লুৎফুর রহমান ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইমামুল আজম আব্দুর রব (বাবু ভাই) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানান প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক অগ্রসরের সম্পাদক  মোস্তফা হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ