পিরোজপুরে প্রথম দিনের লকডাউনে কঠোর নিরাপত্তা প্রদান করছে জেলা পুলিশ

মিঠুন কুমার রাজ, স্টাফ রিপোর্টারঃ আজ  ১লা জুলাই ২০২১ খ্রিঃ সরকার ঘোষিত (০৭)  দিনের লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে প্রথম দিনে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান  পিরোজপুর সদর থানাধীন পুলিশ চেকপোস্ট তদারকি করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবাসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। 

কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল ৬টা থেকে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে পালন করতে  জেলার প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। পিরোজপুর জেলা পুলিশের ৪০টি  টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শপিংমল, মার্কেটসহ সব দোকানপাট, বিনোদন কেন্দ্র, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ