লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত মো: শাহ আলম


রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধি:চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ আলমকে লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে মাঠে-ময়দানে নেতৃত্ব দিয়ে আসছেন। একজন পরিশ্রমী, সৎ ও সাংগঠনিক দক্ষতায় স্বয়ংসম্পূর্ণ নেতা হিসেবে ইতোমধ্যেই তিনি স্থানীয় অঙ্গ-সংগঠনের কাছে ব্যাপকভাবে পরিচিত। তার দায়িত্বশীল নেতৃত্ব দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে তৃণমূল নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

আলহাজ্ব শাহ আলমকে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় লাকসাম উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। এ সময় তারা বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো: আবুল কালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।স্থানীয় নেতারা জানান, আলহাজ্ব শাহ আলমের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী ভূমিকা লাকসাম উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করবে। দলের আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ