মোঃ রবিউল ইসলাম,নিজস্ব প্রতিবেদক আত্রাই প্রতিনিধিঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল প্রতিবন্ধী সজীব। নিজস্ব সূত্রে জানা যায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন হাটকালুপাড়া ইউনিয়নের অন্তর্গত বান্দাইখাড়া গ্রামের লগিপুর পাড়ার মোছাম্মৎ সুফিয়া বেগমের একমাত্র নাতি মোঃ ফজিম উদ্দিন প্রতিবন্ধী । আত্রাই নদীতে গোসল করতে নেমে আর জেগে ওঠেনি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় সে আরো কয়েকজন ছেলেদের সঙ্গে নদীতে গোসল করতে নামে জানা যায় সে একজন প্রতিবন্ধী এবং তার মৃগী রোগ আছে, গোসল করতে নেমে সে প্রতিদিনের মত আজও পানিতে ডুপ মারে ডুপ মারার পর সে আর জেগে ওঠে সকলে তার জেগে না ওঠার কারণে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে তার নানির বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় সে বাড়িতে যায় নাই এরপরে একজন মহিলা মানুষ পানিতে গোসল করতে নামলে তার পায়ের সঙ্গে বেধে যায় এতে ভয়ে পানির উপরে উঠে আসলে উৎসুক যুবক ছেলেরা আত্রাই নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তার মৃত লাশ খুঁজে পায় এরপর তাকে পানি থেকে উঠিয়ে তার বাড়ির পাশে লগিপুর পাড়ার বেরিবাদের উপরে রাখে সেখানে উৎস শত শত জনতা তার মৃত লাশ দেখার জন্য সেখানে ভিড় জমায় ।
জানা যায় সজীব ছোটবেলায় তার পিতা-মাতা তাকে ছেড়ে চলে যায় সেই থেকে সে তার নানীর কাছেই বড় হয় এবং প্রতিবন্ধী হিসেবে সে এলাকায় পরিচিত লাভ করে তার নানীর বসবাসের কোন জায়গা নেই এবং কোন ভালো ঘরও নেই সেই ভাঙ্গা ঘরে সে ছোট থেকে ২২ বছর হয়ে গেছে সেই ভাঙা চালার ঘরে । সরকারি কোন অনুদান সজীব পায়নি এবং তার নানিকও কোন অনুদান দেওয়া হয়নি সজীব এবং তার নানী প্রতিনিয়ত সরকারি অনুদান মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে কেউ তাদের কোন খোঁজ খবর রাখেনি তাই সে সকলের মনকে দুঃখ দিয়ে না ফেরার দেশে চলে গেল এতে এলাকাবাসী তার জন্য অনেক সুখ ও দুঃখ প্রকাশ করতেছে।
জানা যায় সজীব ছোটবেলায় তার পিতা-মাতা তাকে ছেড়ে চলে যায় সেই থেকে সে তার নানীর কাছেই বড় হয় এবং প্রতিবন্ধী হিসেবে সে এলাকায় পরিচিত লাভ করে তার নানীর বসবাসের কোন জায়গা নেই এবং কোন ভালো ঘরও নেই সেই ভাঙ্গা ঘরে সে ছোট থেকে ২২ বছর হয়ে গেছে সেই ভাঙা চালার ঘরে । সরকারি কোন অনুদান সজীব পায়নি এবং তার নানিকও কোন অনুদান দেওয়া হয়নি সজীব এবং তার নানী প্রতিনিয়ত সরকারি অনুদান মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে কেউ তাদের কোন খোঁজ খবর রাখেনি তাই সে সকলের মনকে দুঃখ দিয়ে না ফেরার দেশে চলে গেল এতে এলাকাবাসী তার জন্য অনেক সুখ ও দুঃখ প্রকাশ করতেছে।