জাকির হোসেন।। যশোরের শার্শায় খায়রুল হোসেন (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। শুক্রবার উপজেলার স্বরুপদাহ শিমুলতলায় এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নি'হত খাইরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে আইনগত প্রক্রিয়াসহ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।