তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: গাংনী উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এম,আর লিপ্টন নিজ উদ্যোগে,
বুধবার রাতে গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়ন মহেশপুর গ্রাম ১ নং ওয়ার্ডের করোনা আক্রান্ত ৩ টি অসহায় পরিবার খাদ্য ও অর্থের সহায়তা চেয়ে গাংনী উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এম,আর লিপ্টন সাহেব কে ফোন দেন। ফোন পেয়ে তৎক্ষনিক এম,আর লিপ্টন নিজের উদ্যোগে অসহায় তিনটি পরিবারের মাঝে ১৫ দিনের খাবার সহ নগদ অর্থ ৫০০ টাকা করে পৌছেদেন।
এ সময় ছাত্রদলের প্রচার সম্পাদক এম,আর লিপ্টন বলেন আমি সম্মানিত এলাকাবাসির কাছে অনুরোধ করছি বাহিরে বের হবার আগে নিজ নিজ দায়িত্বে স্বাস্থ বিধি মেনে চলবেন। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেননা। বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা লালটু মিয়া সহ প্রমুখ ।