পথের শিশু মোঃ রানা আহমেদ

ওদের অনেক আছে 
তবুও আরো চায় 
দুঃখী মায়ের দুঃখী ছেলে
খেতে নাহি পায় ! 
যাদের মাথায় অনেক তৈল
তারাই কেন দামী ?? 
মাঝখানে তে,দুঃখী মায়ের ছেলে
হয় কেন আসামী ? 
দশ টাকাতে, মিছিল করাও
বিশ টাকাতে বোমা । 
তবুও কেন ঈদ এলে হায়
এরা পায় না নতুন জামা ? 
রাত হলে ঘুমায় তারা 
মাথায় দিয়ে ইট ! 
পেপার গায়ে ঘুমায় তারা 
যদি লাগে শীত। 
পেটের দায়ে করে তারা 
নানান অপরাধ 
এদের ব্যাবহার করেই কেউ
গড়ছে রাজ -প্রাসাদ ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ