মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় শালনগর ইউপির মাকড়াইল দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের ২০ নং মাকড়াইল দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ওই গ্রামের নগদ এজেন্টের মালিক মোঃ ফয়জুল রহমান শিকদারের মাধ্যমে প্রদান করা হত। সম্প্রতি উক্ত এজেন্টের মালিক কিছু শিক্ষার্থীদের টাকা ঠিকমত প্রদান না করে অভিভাবকদের বলেন ,আপনাদের টাকা আসে নাই। অভিভাবকরা আরও অভিযোগ করে বলেন, কিছু শিক্ষার্থীদের টাকা দেন আর কিছু শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজে ক্যাশ আউট করে নিয়ে গোপন পিন কোট পরিবর্তন করে দেন। পরে এজেন্টের কাছে জানতে চাইলে তিনি বলেন,আপানাদের টাকা আসে নাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নগদ অফিসে যোগাযোগ করেন। এ ভাবে বার বার আমরা উপবৃত্তির টাকা নিয়ে সমস্যায় ভুগতেছি।
এর প্রতিকার চেয়ে গত ৫ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর এজেন্টের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য ভুক্তোভোগীরা লিখিতি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত এজেন্ট মালিক মোঃ ফয়জুল রহমান শিকদার বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আমার মোবাইল নং তো আসে না । যারা অভিযোগ করেছেন তাদের টাকা আসে নাই ১৬১৬৭ নং যোগাযোগ করলে বলা যাবে তাদের টাকা কি হয়েছে। আমি কোন শিক্ষার্থীর টাকা উত্তোলন করি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিমায়েত হোসেন বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়েছি এবং খোজ খবর নিয়েছি তবে এজেন্ট মালিক কিছু শিক্ষার্থীর টাকা ক্যাশআউট করে নিয়েছে। অভিযোগের কপি টিও স্যারের কাছে পাঠিয়েছি। লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান খাঁন বলেন, অভিভাবকদের অভিযোগের কপি পেয়েছি । শিক্ষার্থীদের আত্বসাতের টাকা উদ্ধার এবং এজেন্টের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য উর্ধতম কর্তৃপক্ষের নিকট জানান হয়েছে।