![]() |
রেজাউল করিম করিম |
পৃথিবী জুড়ে চলছে মহামারি করোনা ভাইরাসের তান্ডব।
প্রতিদিন আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।
যে পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে
তাতে হাসপাতালে রুগী রাখার মত জায়গা নেই।
আই সি ইউ বেড আর
অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বহুগুণ।
আই সি ইউ বেড আর অক্সিজেন
এ রোগে আক্রান্ত গুরুতর রুগীদের জন্য খুবই প্রয়োজন।
আর তাই চিকিৎসা না পেয়ে হাসপাতালের সামনেই
মৃত্যু বরণ করছে হাজার হাজার মানুষ।
আবার করোনা আক্রান্ত অনেক রুগী সঠিক চিকিৎসা
পেয়েও মৃত্যু বরণ করছে।
মৃত্যুর মিছিলে স্বজনদের কান্না আর আহাজারিতে
ভারি হয়ে উঠছে হাসপাতাল গুলো।
পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের তান্ডবে
মানুষ আজ বড় অসহায়।
এরই মাঝে বছর ঘুরে এলো ঈদ,
এবারের ঈদ যেন ঈদ মনে হচ্ছে না।
দেশে দেশে চলছে লক ডাউন,
সাধারণ মানুষের কাজ-কর্ম বন্ধ।
জীবন যাপন করার মত আর্থিক অবস্থা নেই এখন মানুষের।
এবার ঈদ বড়ই রঙহীন, বড়ই অনুজ্জ্বল।