কি বিচিত্র এই সমাজ!

নীতিবান মানুষের পক্ষে কাজ না করে কোন প্রকার পারিশ্রমিক নেওয়া কতটুকু বাস্তব ও আইনসম্মত ?যদি আইন সম্মত না হয়,তা হলে কাজ না করে পারিশ্রমিক নেওয়া টা আমার মতে ফৌজদারি অপরাধ ।আর যদি নীতি ও আদর্শের কথা বলা হয় তা হলে আদর্শ চ্যুত মানুষ। আদর্শচ্যুত মানুষের কাছে জাতির আশা করার  কি আছে আপনারা বলুন? এখন লক্ষনীয় আমরা আইনজীবী সমাজ আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে কোন প্রকার পরামর্শ ফিস গ্রহন করি না। দেশের বিজ্ঞ আইনজীবী সমাজ,কাজে অংশ গ্রহন করা ছাড়া কোনো প্রকার ফিস গ্রহন করা থেকে বিরত থাকেন। বর্তমান সমাজ ব্যবস্থায় অন্য পেশায়  বিন্দূমাত্র অর্থছাড়া পরামর্শ ও সেবা পাবেন তা কল্পনাও করতে পারবেন না। চাকুরীজীবিদের বেতন-ভাতার পর ও বেশীরভাগ ক্ষেত্রে নজরানা না দিয়ে সেবা পাওয়াটা কল্পানাতিত ব্যাপার। উল্লেখ্য-সংবাদ কর্মীরা প্রায় শতভাগ সেবা আইনজীবীদের মতো সমাজ কে বিবেকের দায়বদ্ধতা থেকে দিয়ে যাচ্ছেন।এর পর ও আমাদের উপদেশ শুনতে হয়। সেলুকাস কি বিচিত্র এই দেশ!

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ