ঢাকায় করোনা রোগীদের জন্য আলেমদের অ্যাম্বুলেন্স সেবার প্রশিক্ষণ শালা অনুষ্ঠিত

ষআব্দুর রাজ্জাক, ডেস্ক রিপোর্ট: ঢাকায় করোনা আক্রান্ত রোগীদের ফ্রী অ্যাম্বুলেন্স সেবার বিষয়ে আকিজ গ্রুপের সহায়তায় ও তাকওয়া ফাউন্ডেশন এর দিক নির্দেশনায় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ে ঢাকায় পাঁচটি ফ্রী অ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম চালু উপলক্ষে আলেমদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় করোনা চিকিৎসক ও করোনা রোগীদের অভিজ্ঞ সেবকগণ তাঁদের অভিজ্ঞতার আলোকে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিইউ অ্যাম্বুলেন্স ব্যবহার, অক্সিজেন মাক্স ব্যবহার, অক্সিজেন লেভেল নির্ণয়, প্রেসার লেভেল নির্ণয় সহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

ঢাকায় ফ্রি সার্ভিস এর পাঁচটি এ্যাম্বুলেন্স "পাঠাও এ্যপস" এর মাধ্যমে চাহিদা গ্রহণ করে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়ার সেবা প্রদান করবে। ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সদর হাসপাতালে দুইটি অ্যাম্বুলেন্স রোগীদের ফ্রি সার্ভিস প্রদানে নিয়োজিত রয়েছে। এতে দারুল আরকাম এর শিক্ষকগণ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকায় আলেম স্বেচ্ছাসেবকদের মধ্যে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি মুফতী নাজমুল হুদা, সিনিয়র সহ-সভাপতি মুফতী মুনাওয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক-২ মুফতী আহমদ কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল খায়ের নোমানী, অর্থ সম্পাদক মুফতী মুনিরুজ্জামান গোপালগঞ্জী, প্রচার সম্পাদক মাওলানা লুৎফর রহমান, সহ প্রচার সম্পাদক মুফতী নুরুল আলম, মাওলানা দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় সভাপতি মুফতী জয়নুল আবেদীন প্রমূখ রয়েছেন।

সবাই সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। সতর্ক থাকুন।সহযোগিতাকারী, দিকনির্দেশনা প্রদানকারী ও স্বেচ্ছাসেবকদের সকল খেদমত ও মেহনত আল্লাহ তায়ালা কবুল করুন। সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। দেশ ও জাতিকে করোনার ক্ষতি থেকে হেফাজত করুন। আমীন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ