গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ১২৬ জন করোনা শনাক্ত,মৃত্যু ১

শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের নতুন করে আরও ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক জনের।সিভিল সার্জন সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৬ জন নিয়ে গোপালগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ৫,৬৬০ জনে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬২ জন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ২১৩টি নমুনা পরীক্ষায় মোট ১২৬ জনের করোনা শনাক্ত হয়ে। শনাক্তের হার ৫৯ দশমিক ১৫।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালক অসিত মল্লিক জানান, গত বুধবার সকাল পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৬৮ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৯ জন করোনা ওয়াডে ও নয় জন আইসিইউতে ভর্তি আছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ